‘ঐশী দিশারী’ শীর্ষক ধারাবাহিকে মানবতার মুক্তির দূত বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তফা (সা.) থেকে শুরু করে ইমাম মাহদি (আ.) পর্যন্ত পবিত্র ইমামদের জীবনী ও মহান কর্ম নিয়ে আলোচনা করা হয়।
বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তফা (সা.)
August 28, 2023
3 Tracks
00:00
1X
- আরব উপত্যকা যখন অজ্ঞতা, অন্যায়, অত্যাচার, ব্যাভিচার ও কুসংস্কারে পরিপূর্ণ ছিল এবং মূর্তিপুজা মক্কার মুশরিক সমাজকে স্তুপীকৃত পাথরের সামনে মস্তকাবনত করে রেখেছিল তখন অজ্ঞতার কালো মেঘের ভেতর থেকে উঁকি দেয় ইসলামের দীপ্তমান সূর্য। মক্কার প্রতিটি কোণে সেই সূর্যের দ্যুতি ছড়িয়ে পড়ে। শুরুতে এই নূরের ঔজ্জ্বল্য ছিল কম ও সীমিত এবং দাম্ভিক আরব ধনিক শ্রেণি সে[...]
- হযরত মুহাম্মদ মুস্তফা (সা.)-এর জন্ম সে রাতে মা আমিনার অনুভূতি ছিল অন্যরকম। কয়েক মাস হলো তিনি বিধবা হয়েছেন এবং মৃত স্বামী আব্দুল্লাহর শোকেই কেটে যাচ্ছে তাঁর দিন-রাত। এদিকে গর্ভের সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময়ও ঘনিয়ে এসেছে। সে সময় তিনি ভাবছিলেন, যদি আজ স্বামী আব্দুল্লাহ বেঁচে থাকতেন এবং সন্তান পৃথিবীর আলো দেখার মুহূর্তে তাঁর পাশে থাকতেন তাহলে[...]
- হযরত মুহাম্মদ মুস্তফা (সা.)'র বিবাহবন্ধন সেই কিশোর ও যুব বয়সেই সমাজে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠায় অবদান রাখতে শুরু করেছিলেন তিনি। পবিত্র কুরআনের সূরা কালামে হযরত মুহাম্মাদ (সা.)-এর মহান চরিত্রের কথা উল্লেখ করে আল্লাহ তায়ালা বলেছেন, ইন্নাকা লা আলা খুলুকিন আজিম। অর্থাৎ নিশ্চয়ই আমি আপনাকে সুমহান চারিত্রিক আদর্শ দিয়ে সৃষ্টি করেছি।আজকের আসরে আমরা বিবি খাদিজা সালামুল্লাহি আলাইহার সঙ্গে[...]