পারস্যের প্রতিভা বিশ্বের গর্ব

ইরানি মনীষীরা যেভাবে ইরানি, ইসলামী এবং বিশ্ব- সভ্যতাকে সমৃদ্ধ করেছেন তার চমৎকার আলেখ্য ও আলোক-সম্পাত দেখা যায় ধারাবাহিক এ আলোচনা অনুষ্ঠানে।

Share

‘পারস্যের প্রতিভা বিশ্বের গর্ব’ শীর্ষক এই ধারাবাহিকে আমরা এমন সব মহান ইরানি ব্যক্তিত্বদের পরিচয় তুলে ধরব যাদের কবর ইরানের বর্তমান সীমান্তের বাইরে অবস্থিত। এই ব্যক্তিত্বদের চিন্তাধারা ও অবদানের প্রভাব ইরানের সীমানা ছাড়িয়ে বিশ্বব্যাপী বিস্তৃত হয়েছে। তাই তাঁরা কেবল ইরানের নন, বরং গোটা বিশ্ব-সভ্যতারই সম্পদ ও ঐতিহ্য। যেমন, মাওলানা রূমি, নিজামি গাঞ্জাভি,  শেইখ শাহাবুদ্দিন সোহরাওয়ার্দি, আবু রায়হান বিরুনি ও খাজা নাসিরউদ্দিন তুসি প্রমুখ বিখ্যাত ইরানি মনীষীর চিন্তাধারার কাছে বিশ্ব-সভ্যতা ঋণী। আজও মানবজাতি তাদের রেখে-যাওয়া জ্ঞানের ঝর্ণাধারা থেকে উপকৃত হচ্ছে।